Monday, January 20, 2025

page click going other link

                               


  

Download Now


<meta content="0; url="Redirectlink" http-equiv="refresh"></meta>

eta link hltm a bosale bar bar oi ekei page asbe .

Friday, January 10, 2025

Bangladesh Primium League (BPL)

Watching Now


                                                                








Visit Fashion Deals
Open Three Tabs This Is Video Now


Click here to open both links

BPL ALL Live Match 2025

Monday, January 6, 2025

তাহসান খানের বিয়ের পর মিথিলার সুখবর: নতুন কোরিয়ান নাটকে কণ্ঠ দেবেন তিনি

তাহসান খানের বিয়ের পর মিথিলার সুখবর: নতুন কোরিয়ান নাটকে কণ্ঠ দেবেন তিনি.....




গেল দু’দিন ধরে খবরের শিরোনামে আছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তার সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর তিনি আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাহসানের নতুন স্ত্রীর নাম রোজা আহমেদ, যিনি যুক্তরাষ্ট্রে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নবদম্পতিকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছে গণমাধ্যম এবং ভক্তরা।

তাহসান খানের বিয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মিথিলাকে নিয়ে আলোচনা শুরু হয়। তবে এই সময় মিথিলা দিয়েছেন সুখবর। জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’ এর বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্র ‘ডক্টর ইউন মিউং জু’-তে কণ্ঠ দেবেন মিথিলা, এমনটাই নিশ্চিত করেছেন তিনি নিজেই। বর্তমানে বিদেশে অবস্থান করলেও দেশে ফিরেই কাজ শুরু করবেন মিথিলা।

বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি, যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’, এবং ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং পরিচালনা করেছেন। অভি জানিয়েছেন, মিথিলা ‘ডটস’-এর কণ্ঠ শিল্পী হিসেবে অংশ নেবেন এবং ‘ডক্টর ইউন মিউং জু’ চরিত্রে তার কণ্ঠের মেলবন্ধন দর্শকদের মন জয় করবে।

মিথিলা বলেন, “এর আগে আমি নিজের সিনেমায় নিজের চরিত্রে ডাবিং করেছি। তবে কোরিয়ান ড্রামায় ডাবিং করা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। ভয়েস আর্টিস্টদের কাজ মোটেও সহজ নয়; এখানে শুধু সংলাপ বললেই হয় না, চরিত্রের বৈশিষ্ট্য এবং ইমোশন কণ্ঠে ধারণ করতে হয়।”



অন্যদিকে, তাহসানও সুখবর দিয়েছেন তার ভক্তদের জন্য। গায়ক নতুন একটি গান নিয়ে আসছেন, যার শিরোনাম ‘একা ঘর আমার’। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানটির কথা এবং সুর করেছেন তাহসান নিজেই, আর এতে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এই গানটি উন্মুক্ত হবে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে।

এদিকে, ‘ডটস’ নাটকটি বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়ন দর্শকদের মনে স্থান করে নিয়েছে।

তথ্যসূত্র: জনপ্রিয় সংবাদমাধ্যম

আইফোন ১৭ সিরিজের ফোনে থাকতে পারে যেসব ফিচার

 আইফোন ১৭ সিরিজের ফোনে থাকতে পারে যেসব ফিচার



আইফোন ১৭ সিরিজের সম্ভাব্য ফিচার: এক নজরে

অ্যাপল পণ্যের বিশ্বস্ত সূত্র থেকে আইফোন ১৭ সিরিজের সম্ভাব্য ফিচার নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু তথ্য পাওয়া গেছে। চলুন, দেখে নেয়া যাক আইফোন ১৭ সিরিজে কী কী নতুন ফিচার আসতে পারে:

১। শক্তিশালী A19 চিপ
আইফোন ১৭ সিরিজে আসতে পারে অ্যাপলের নতুন A19 চিপ, যা তৈরী হবে তাইওয়ানের TSMC’র ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে আইফোন ১৬ এর তুলনায় পারফর্মেন্স হবে আরও উন্নত এবং এনার্জি খরচও কম হবে।

২। ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
সেলফি প্রেমীদের জন্য ১২ মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে আইফোন ১৭ সিরিজে আসতে পারে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি তোলার অভিজ্ঞতা আরও উন্নত করবে।

৩। আইফোন ১৭ এয়ার
আইফোন প্লাস মডেলের জায়গায় আসতে পারে সুপার-স্লিম ডিজাইনের আইফোন ১৭ এয়ার। তবে, স্লিম ডিজাইনের কারণে কিছু ফিচারে ছাড় দিতে হতে পারে, যেমন ১টি ব্যাক ক্যামেরা।

৪। টাইটানিয়াম বডি
আইফোন ১৭ প্রো মডেলে টাইটানিয়াম বডি ব্যবহৃত হতে পারে, যা এটি আরও টেকসই ও লাইটওয়েট করবে।

৫। ডাইনামিক আইল্যান্ড
আইফোন ১৭ সিরিজের ফোনে ‘ডাইনামিক আইল্যান্ড’ আরও ছোট হতে পারে, যা আরও উন্নত ইন্টার‍্যাকটিভ ফিচার প্রদান করবে।

৬। ১২ জিবি র‍্যাম
এআই সক্ষমতা বাড়ানোর জন্য আইফোন ১৭ সিরিজে ১২ জিবি র‍্যাম আসতে পারে, যা স্মুথ মাল্টিটাস্কিং সুবিধা দেবে।

৭। লো-ডাইলেকট্রিক TEE ডিসপ্লে
আইফোন ১৭ সিরিজে নতুন লো-ডাইলেকট্রিক TEE ডিসপ্লে আসতে পারে, যা টেকসই এবং এনার্জি সাশ্রয়ী হবে।

৮। ১২০ হার্জ প্রোমোশন ডিসপ্লে
নন-প্রো মডেলে ১২০ হার্জ ‘প্রোমোশন’ ডিসপ্লে যোগ হতে পারে, যা আইফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি ছিল।

তথ্যসূত্র: টমসগাইড, ইন্ডিয়া টুডে

এআই চ্যাটবটের মাধ্যমে শেয়ার না করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য

 এআই চ্যাটবটের মাধ্যমে শেয়ার না করার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। চ্যাটজিপিটিসহ বিভিন্ন এআই চ্যাটবট দৈনন্দিন কাজ সহজ করার জন্য জনপ্রিয় হয়ে উঠলেও এতে অজান্তেই গোপনীয়তা ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন, চ্যাটবট ব্যবহার করার সময় সংবেদনশীল তথ্য জানানো থেকে বিরত থাকতে হবে। এখানে এআই চ্যাটবটকে কখনোই শেয়ার না করার সাতটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।  

১. ব্যক্তিগত তথ্য  
নিজের নাম, ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেইল ঠিকানা চ্যাটবটের সঙ্গে শেয়ার করা উচিত নয়। এ ধরনের তথ্য তৃতীয় পক্ষের হাতে পড়লে পরিচয় চুরি বা নজরদারি চালানো সম্ভব।  

২. আর্থিক তথ্য  
ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের তথ্য কিংবা জাতীয় পরিচয়পত্রের নম্বর কখনোই চ্যাটবটের কাছে প্রকাশ করা উচিত নয়। এসব তথ্য ফাঁস হলে সাইবার অপরাধীরা অর্থনৈতিক প্রতারণা কিংবা পরিচয় জালিয়াতি করতে পারে।  

৩. পাসওয়ার্ড  
যেকোনো ব্যক্তিগত বা পেশাগত অ্যাকাউন্টের পাসওয়ার্ড চ্যাটবটের কাছে জানানো থেকে বিরত থাকতে হবে। এই তথ্য ফাঁস হলে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে প্রবেশ করে ক্ষতি সাধন করা যেতে পারে।  

৪. গোপন তথ্য  
ব্যক্তিগত কিংবা অফিসের কোনো গোপন তথ্য চ্যাটবটকে জানানো ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে এসব তথ্য ব্যবহার করে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে।  

৫. স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ  
চ্যাটবট চিকিৎসক নয়, তাই স্বাস্থ্যের সংবেদনশীল তথ্য জানিয়ে চ্যাটবট থেকে চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শ নেওয়া উচিত নয়।  

৬. অনুপযুক্ত বিষয়বস্তু  
অধিকাংশ চ্যাটবট অশ্লীল বা অনুপযুক্ত বিষয় ফিল্টার করে। এ ধরনের তথ্য শেয়ার করলে অ্যাকাউন্ট নিষিদ্ধ হতে পারে কিংবা তা অনলাইনে প্রকাশের ঝুঁকি থাকে।  

৭. একান্ত গোপনীয় তথ্য  
চ্যাটবটের সঙ্গে শেয়ার করা সব তথ্য সংরক্ষণ করা হয়, যা তৃতীয় পক্ষের হাতে পড়তে পারে। তাই একান্ত গোপন তথ্য শেয়ার করা অনুচিত, কারণ তা ফাঁস হলে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।  

বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে এআই চ্যাটবট ব্যবহারের সময় সচেতন থাকা জরুরি। ভুল তথ্য শেয়ার করলে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারেন।  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 ভারতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত দুই শিশু...ভারতে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত ২ শিশু

ছবিসূত্র : এএফপি

মালয়েশিয়ার পর এবার দক্ষিণ ভারতেও হানা দিয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর সংক্রমণ। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে পাওয়া গেছে এই ভাইরাস। এটি ভাইরাসের চীনা রূপই কি না তা এখনও নিশ্চিত নয়। সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই শিশুর কারো অন্য কোথাও ভ্রমণের ইতিহাসও নেই। তিন মাস বয়সী শিশুকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং আট মাস বয়সী শিশুকে বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের একটি রূপের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাতে উদ্বেগ দানা বেঁধেছে বিভিন্ন দেশে।

পরিস্থিতির দিকে নজর রাখছে দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।

চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনও সংযোগ নেই বলে দাবি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার।

স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, এই দুই শিশুর কেউ সম্প্রতি অন্যত্র ঘুরতে যায়নি বা তাদের ট্রাভেল হিস্ট্রি নেই। ফলে অন্য কোনো দেশ বা অঞ্চলে গিয়ে ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই।

স্বাস্থ্যসচিব গুপ্তা জানান, এই ভাইরাস নিয়ে চিন্তা করার কোনও প্রয়োজন নেই। এইচএমপিভি ভারতেও রয়েছে। তবে এই ভাইরাসটির কোনো রূপান্তর হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

চীনে ভাইরাসটির যে রূপ ছড়িয়ে পড়েছে, সেটির গঠনের বিষয়ে এখনও কোনও তথ্য নেই। ফলে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক এইচএমপি ভাইরাসের সংক্রমণ, তা এখনও বলা যাচ্ছে না।

সাধারণত ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের মধ্যে এর প্রকোপ সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে। এইচএমপিভি ভাইরাসের কারণে সাধারণত ঠাণ্ডা জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। শীতের মৌসুমে ভাইরাসটি বেশি সক্রিয় হয়ে ওঠে। এটি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। কাশি ও হাঁচি, সংক্রমিত ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা স্পর্শ করা ও সংক্রমিত স্থান স্পর্শ করার পর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করার মাধ্যমেও এই ভাইরাস ছড়াতে পারে।

প্রসঙ্গত, চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, গত ১৬ থেকে ২২ ডিসেম্বর দেশটিতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এইচএমপিভি-এর সংক্রমণ। শ্বাস-প্রশ্বাসজনিত অসুস্থতার কারণে বেড়েছে হাসপাতালে ভর্তি হওয়ার হারও, যা কোভিড-১৯, রাইনোভাইরাস বা অ্যাডিনোভাইরাসের চেয়েও বেশি।

সূত্র : এনডিটিভি