আইফোন ১৭ সিরিজের ফোনে থাকতে পারে যেসব ফিচার
আইফোন ১৭ সিরিজের সম্ভাব্য ফিচার: এক নজরে
অ্যাপল পণ্যের বিশ্বস্ত সূত্র থেকে আইফোন ১৭ সিরিজের সম্ভাব্য ফিচার নিয়ে ইতোমধ্যেই বেশ কিছু তথ্য পাওয়া গেছে। চলুন, দেখে নেয়া যাক আইফোন ১৭ সিরিজে কী কী নতুন ফিচার আসতে পারে:
১। শক্তিশালী A19 চিপ
আইফোন ১৭ সিরিজে আসতে পারে অ্যাপলের নতুন A19 চিপ, যা তৈরী হবে তাইওয়ানের TSMC’র ৩ ন্যানোমিটার প্রযুক্তিতে। এতে আইফোন ১৬ এর তুলনায় পারফর্মেন্স হবে আরও উন্নত এবং এনার্জি খরচও কম হবে।
২। ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা
সেলফি প্রেমীদের জন্য ১২ মেগাপিক্সেল ক্যামেরার পরিবর্তে আইফোন ১৭ সিরিজে আসতে পারে ২৪ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি তোলার অভিজ্ঞতা আরও উন্নত করবে।
৩। আইফোন ১৭ এয়ার
আইফোন প্লাস মডেলের জায়গায় আসতে পারে সুপার-স্লিম ডিজাইনের আইফোন ১৭ এয়ার। তবে, স্লিম ডিজাইনের কারণে কিছু ফিচারে ছাড় দিতে হতে পারে, যেমন ১টি ব্যাক ক্যামেরা।
৪। টাইটানিয়াম বডি
আইফোন ১৭ প্রো মডেলে টাইটানিয়াম বডি ব্যবহৃত হতে পারে, যা এটি আরও টেকসই ও লাইটওয়েট করবে।
৫। ডাইনামিক আইল্যান্ড
আইফোন ১৭ সিরিজের ফোনে ‘ডাইনামিক আইল্যান্ড’ আরও ছোট হতে পারে, যা আরও উন্নত ইন্টার্যাকটিভ ফিচার প্রদান করবে।
৬। ১২ জিবি র্যাম
এআই সক্ষমতা বাড়ানোর জন্য আইফোন ১৭ সিরিজে ১২ জিবি র্যাম আসতে পারে, যা স্মুথ মাল্টিটাস্কিং সুবিধা দেবে।
৭। লো-ডাইলেকট্রিক TEE ডিসপ্লে
আইফোন ১৭ সিরিজে নতুন লো-ডাইলেকট্রিক TEE ডিসপ্লে আসতে পারে, যা টেকসই এবং এনার্জি সাশ্রয়ী হবে।
৮। ১২০ হার্জ প্রোমোশন ডিসপ্লে
নন-প্রো মডেলে ১২০ হার্জ ‘প্রোমোশন’ ডিসপ্লে যোগ হতে পারে, যা আইফোন ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবি ছিল।
তথ্যসূত্র: টমসগাইড, ইন্ডিয়া টুডে
No comments:
Post a Comment