তাহসান খানের বিয়ের পর মিথিলার সুখবর: নতুন কোরিয়ান নাটকে কণ্ঠ দেবেন তিনি.....
গেল দু’দিন ধরে খবরের শিরোনামে আছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। তার সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর তিনি আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাহসানের নতুন স্ত্রীর নাম রোজা আহমেদ, যিনি যুক্তরাষ্ট্রে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নবদম্পতিকে শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দিচ্ছে গণমাধ্যম এবং ভক্তরা।
তাহসান খানের বিয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মিথিলাকে নিয়ে আলোচনা শুরু হয়। তবে এই সময় মিথিলা দিয়েছেন সুখবর। জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অব দ্য সান (ডটস)’ এর বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্র ‘ডক্টর ইউন মিউং জু’-তে কণ্ঠ দেবেন মিথিলা, এমনটাই নিশ্চিত করেছেন তিনি নিজেই। বর্তমানে বিদেশে অবস্থান করলেও দেশে ফিরেই কাজ শুরু করবেন মিথিলা।
বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি, যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অব দ্য ব্লু সি’, এবং ‘মিস্টার কুইন’-এর মতো কোরিয়ান ড্রামাগুলোর বাংলা ডাবিং পরিচালনা করেছেন। অভি জানিয়েছেন, মিথিলা ‘ডটস’-এর কণ্ঠ শিল্পী হিসেবে অংশ নেবেন এবং ‘ডক্টর ইউন মিউং জু’ চরিত্রে তার কণ্ঠের মেলবন্ধন দর্শকদের মন জয় করবে।
মিথিলা বলেন, “এর আগে আমি নিজের সিনেমায় নিজের চরিত্রে ডাবিং করেছি। তবে কোরিয়ান ড্রামায় ডাবিং করা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা হবে। ভয়েস আর্টিস্টদের কাজ মোটেও সহজ নয়; এখানে শুধু সংলাপ বললেই হয় না, চরিত্রের বৈশিষ্ট্য এবং ইমোশন কণ্ঠে ধারণ করতে হয়।”
অন্যদিকে, তাহসানও সুখবর দিয়েছেন তার ভক্তদের জন্য। গায়ক নতুন একটি গান নিয়ে আসছেন, যার শিরোনাম ‘একা ঘর আমার’। স্যাড-রোমান্টিক ঘরানার এই গানটির কথা এবং সুর করেছেন তাহসান নিজেই, আর এতে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এই গানটি উন্মুক্ত হবে অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে।
এদিকে, ‘ডটস’ নাটকটি বিশ্বব্যাপী দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, বিশেষ করে সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়ন দর্শকদের মনে স্থান করে নিয়েছে।
তথ্যসূত্র: জনপ্রিয় সংবাদমাধ্যম
No comments:
Post a Comment